‘ইন্ট্রানেটে’ চলছে ইরান

২২ নভেম্বর, ২০১৯ ০০:৪৬  
বৈশ্বিক নেটওয়র্ক ছিন্ন করে চার দিন ধরে ‘ইন্ট্রানেট’ বা আভ্যন্তরীন নেটওয়ার্কে চলছে ইরান। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ বাড়তে থাকায় স্থানীয়সময় শনিবার রাতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় দেশটির সরকার। এর ফলে দেশটির আট কোটি মানুষ কার্যত অনলাইন যোগাযোগবিচ্ছন্ন হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ইন্টারনেট সংযোগ ‘ট্র্যাক’ করার দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, শনিবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া পর দেশটির ইন্টারনেট ট্রাফিক স্বাভাবিক মাত্রা থেকে কমে পাঁচ শতাংশে নেমে এসেছে। তবে সরকারি দপ্তর ও ব্যংকগুলো ঠিকই চলছে ‘ইন্ট্রানেট’-এ। সাংবাদিক তাজদিন জানিয়েছেন, ‘ইন্ট্রানেট’ বা আভ্যন্তরীন নেটওয়ার্ক তৈরির পেছনে বেশ কয়েক বছর ব্যয় করেছে ইরান। নির্ধারিত কিছু সরকারি দপ্তর ও ব্যাংকে সে সংযোগ রয়েছে। যেসব ওয়েবসাইট ওই নেটওয়ার্কে সংযুক্ত, কেবল সেগুলোতে প্রবেশাধিকার পাওয়া যাচ্ছে। ইরানিয়ান অ্যাপ বা ওয়েবসাইট কাজ করছে। কিন্তু আন্তর্জাতিক কোনো প্রবেশাধিকার নেই। তবে বহিঃবিশ্বের সঙ্গে ইন্টারনেট সংযোগ না থাকলেও দেশের ভেতরে ‘অনলাইনে’ থাকার সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানগুলোর। সবমিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইন্টারনেট ব্লাকআউট থেকে ইরান সহসাই ফিরবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।